Showing posts with label Apocalypse. Show all posts
Showing posts with label Apocalypse. Show all posts
যে ছবিগুলা দেখতে পাচ্ছেন সেখানে ২ টার দরজা বন্ধ । দরজার সামনে জিনিস চাপানো যাতে কেও ভিতরে ঢুকতে না পারে । অারেকটাও দরজা অাছে । তবে সেটা বন্ধ না । ওই দরজাটা অামার দাদুর রুম দিয়ে যেতে হয় ।
ভিতরে অাছে একটা ডাইনিং অার ৩ টা রুম , ওই বিল্ডিংটার ৪ টা রুম তবে ১ টা রুম ব্যবহার হয় । অার দাদুর রুমের সাথে দরজারটা খুলে রাখা হয়েছে কারণ সেখানে যে বাথরুমটা অাছে ওটা দাদু অাধুনিক করে বানিয়ে দাদু দাদী ব্যবহার করে ।
বলে রাখা ভালো বাড়িটা ১৯৩০ সালেরও অাগে তাই যে ডাইনিং এর কথাটা বললাম ওটা অাসলে ডাইনিং না । ডাইনিং এর মত । ছাদ তার দুই তলা ।
অামার দাদুর বাড়ি দুইতলা তবে সে ডাইনিংটার ছাদ মিলেছে একদম ২ তলার ছাদের সাথে ।
এবার বলি মেইন কথা । যে রুম গুলার কথা বলতেছি সে রুমগুলা অনেক বছর থেকে পরিত্যক্ত । কেনো যে পরিত্যক্ত বারবার অাব্বু অাম্মুকে জিজ্ঞেস করি অামাকে কেও কিছু বলে না । অামার খুব জানতে ইচ্ছা করে যে কী কারণ হবে ।
অাজকে অামি সে জন্য ভিতরে ঢুকেছিলাম । অামি জানতামনা যে ওর ভিতরে অারেকটা রুম অাছে যেটা ইট দিয়ে ঘেরা অাছে । অাজকে দেখলাম অনেক সরু গলি ওটার । ওটার শেষ মাথায় অারেকটি ঘর অাছে টর্চ মেরে দেখলাম । কেনো রুমটা ওভাবে ঘেরা জানি না । ভিতরে যাওয়াও যাবে না । ওই রুমের ছবি তুলতে যেয়ে এত্ত ভয় লেগেছে যে তাড়াতাড়ি করে বের হয়ে পালিয়ে গেলাম ওখান থেকে ।
অামি অনেক বেশি ঘুরেবেড়ায় । অার ঘুরেবেড়ানোটা অারো বেশি বেড়ে যায় যখন শুনি সেখানে রহস্য অাছে । এইটা অবশ্য কোনো রহস্য না । অামরা সকলে শুনেছি অামেরিকায় কোনো একটা জায়গায় মানুষখেকো গাছ অাছে যে গাছ মানুষকে খেয়ে ফেলতে পারে । বাংলাদেশে এই গাছ কল্পনাও করতে পারা যায় না । তবে দুধের স্বাদ ঘোলে মিটানো বলে একটা কথা অাছে । বাংলাদেশে মাংসাশী বড় উদ্ভিদ না থাকলেও ছোটো সাইজের মাংসাশী উদ্ভিদ অাছে যা শুধুমাত্র দিনাজপুরে প্রাকৃতিকভাবে জন্ম নেয় বলে শোনা যেতো ।তবে কোনো দিন তার দেখা মিলে নি । এবার দিনাজপুর সরকারী কলেজে । সে খবর শুনতে পেয়ে অামি সদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনাজপুর চলে গেলাম গাছটা দেখবো বলে